বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা শাখার উদ্যোগে রুকন সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে লালপুর গ্রিন ভ্যালি পার্ক লিমিটেডের পারিজাত সেড ঘর প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা আমির ও নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ আবুল কালাম আজাদ।
এছাড়া উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, সহকারী সেক্রেটারি মোঃ মহসিন আলম, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ আবু সাঈদ প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের রুকনগণ সমাজ পরিবর্তনের অগ্রণী শক্তি। তাদের আদর্শ জীবন, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমেই দেশে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে। তারা বলেন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা—এ ব্যাবস্থা প্রতিষ্ঠার জন্য রুকনদের সাহস ও দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে হবে।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী’র রুকন ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়