মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

ভালোবাসার বাঁধনে সাইজুদ্দিন আহমেদ! কালিয়াকৈর পৌরসভায় গণমানুষের হৃদয়ের দাবি: ‘আমরা তাঁকে মেয়র হিসেবে দেখতে চাই

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৩১ সময় দেখুন

ভালোবাসার বাঁধনে সাইজুদ্দিন আহমেদ! কালিয়াকৈর পৌরসভায় গণমানুষের হৃদয়ের দাবি: ‘আমরা তাঁকে মেয়র হিসেবে দেখতে চাই’

​কালিয়াকৈর পৌরসভার প্রতিটি অলিগলি এখন এক আবেগের ঢেউয়ে ভাসছে। আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে নয়, বরং দীর্ঘদিনের চাপা প্রত্যাশা আর ভালোবাসার বহিঃপ্রকাশে আজ পৌরবাসীর কণ্ঠে ধ্বনিত হচ্ছে একটিই নাম-মোঃ সাইজুদ্দিন আহমেদ।

​সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কালিয়াকৈর পৌর বিএনপি এবং সাবেক যুব বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির এই ত্যাগী নেতাকে মেয়র পদে দেখতে চেয়ে কালিয়াকৈরের গণমানুষ আজ ঐক্যবদ্ধ। তাঁরা মনে করছেন, এই মাটির কাদা-জল যার গায়ে লেগে আছে, যিনি প্রতিটি দুঃসময়ে জনগণের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন, তিনিই পৌরবাসীর সত্যিকারের অভিভাবক হওয়ার যোগ্য।

হৃদয়ের স্পন্দন, গণমানুষের ভালোবাসা:

​সাইজুদ্দিন আহমেদকে নিয়ে সাধারণ মানুষের উদ্দীপনা এতটাই তীব্র যে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত আলোচনার কেন্দ্রে শুধু তিনিই। স্থানীয় প্রবীণ বাসিন্দা ফাতেমা বেগম (ছদ্মনাম) অশ্রুসজল চোখে বলেন, “বাবা, দুঃসময়ে কত নেতাকে দেখেছি মুখ ফিরিয়ে নিতে। কিন্তু সাইজুদ্দিন সাহেব ছিলেন আমাদের পাশে। তিনি শুধু নেতা নন, আমাদের ঘরের ছেলে। আমরা তাঁকে ছাড়া কাউকে ভোট দেব না।”

​তরুণ ভোটারদের মতে, সাইজুদ্দিন আহমেদের রাজনৈতিক অভিজ্ঞতা এবং আপোসহীন মনোভাব আগামী দিনের আধুনিক কালিয়াকৈর গড়ার জন্য অপরিহার্য। তাঁরা মনে করেন, তাঁর নেতৃত্বে পৌরসভায় পরিবর্তন আসবে, অবহেলিত অঞ্চলগুলো মুক্তি পাবে।

ত্যাগের মহিমায় উজ্জ্বল এক চরিত্র:

​দলের দুঃসময়ে যিনি বারবার কারাবরণ করেছেন, রাজপথের লড়াকু সৈনিক হিসেবে যিনি নিজেকে প্রমাণ করেছেন, সেই সাইজুদ্দিন আহমেদকে পৌরবাসী এখন নেতৃত্বের সর্বোচ্চ আসনে দেখতে চায়। তৃণমূলের নেতা-কর্মীরা বুক চিতিয়ে বলছেন, “আমাদের প্রিয় নেতার আবেগ আর সংগ্রামকে সম্মান জানানো হোক। তাঁকে মনোনয়ন দেওয়া হলে বিজয় ছিনিয়ে আনা সময়ের অপেক্ষা মাত্র।”

​জনতার এই আবেগপূর্ণ দাবি এখন কালিয়াকৈর পৌরসভার রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
​ইনশাআল্লাহ, কালিয়াকৈরের এই ভালোবাসা বিফলে যাবে না। গণমানুষের হৃদয়ের স্পন্দন আজ আওয়াজ তুলছে: ‘আমরা সাইজুদ্দিন আহমেদকে মেয়র হিসেবে দেখতে চাই!’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD