শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
লালপুরে ইমো প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত বটিয়াঘাটা যুবদলের উদ্দ্যোগে আগামীতে যুব সমাবেশ ও প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা নিউজ টুয়েন্টিফোর’র আয়োজনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে খুলনা-১ আসন থেকে সর্বরাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের সমন্বয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সীমান্তে বিজিবির অভিযান: প্রায় অর্ধ কোটি টাকার মাদক ও চোরাচালানের পণ্য জব্দ নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এসপি রবিউল ইসলাম ত্রিশালে তৃণমূলের জনসংযোগে মনোনয়নপ্রত্যাশী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম টেকনাফের বাহার ছড়া ইউনিয়নে রাতের আঁধারে মানবপাচারের চেষ্টায় বিপর্যয়, লালপুরে গাছের সাথে শত্রুতা, কৃষকের কলা ও লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা জগন্নাথপুরে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল উদ্ধার, ডিলার গ্রেপ্তার

নিউজ টুয়েন্টিফোর’র আয়োজনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে খুলনা-১ আসন থেকে সর্বরাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের সমন্বয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

খুলনা (বটিয়াঘাটা) প্রতিনিধি ঃ রিপন রায়।
  • আপডেটের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭৩ সময় দেখুন

নিউজ টুয়েন্টিফোর’র আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসন থেকে সর্বদলের সম্ভাব্য প্রার্থীদের সমন্বয়ে নির্বাচনের জনতার মুখোমুখি অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় ।

বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট ৪ জন সম্ভাব্য প্রার্থী স্ব-স্ব দলীয় নেতা-কর্মী ও অনুসারীদের সাথে নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি মূলক বক্তব্য রাখেন । এসময় জাতীয়তাবাদী বিএনপির দল থেকে ধানের শীষ প্রীতিকের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থী খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও খুলনা-১ আসন থেকে ৩ বার ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী নেতা আমীর এজাজ খান ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পার্থ দেব মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ও দাঁড়িপাল্লা প্রতিকের একক প্রার্থী মাওলানা আবু ইউসুফ এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন খুলনা জেলা কমিটির সহ-সভাপতি ও হাতপাখা প্রতিকের প্রার্থী মাওলানা আবু সাঈদ ।

জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন তাদের নির্বাচনে প্রার্থী ঘোষণা দিলেও বিএনপির পক্ষ থেকে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকায় এখন পর্যন্ত তাদের একক প্রার্থী ঘোষণা দিতে পারেনি । এসময় বিএনপির সম্ভাব্য প্রার্থী আমীর এজাজ খান বলেন, আমি মনোনীত পেতে শতভাগ আশাবাদী । আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনৈতিক মুক্তি ঘটবো । সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা পার্থ দেব মন্ডল বলেন, আমার দল নেতা রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নে এলাকায় কাজ করতে নির্দেশ প্রদান করেছেন । আমি সেই নিদের্শনা বাস্তবায়নে কাজ করছি ।

আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আমি যদি নির্বাচিত হই তাহলে প্রথমে নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষের জন্য টেকসই বেঁড়িবাঁধ নির্মান করবো । খুলনা থেকে সুন্দরবন পর্যন্ত একটি রাস্তা নির্মাণ, পানখালী ও পোদ্দারগঞ্জে দুটি ব্রীজ নির্মাণ করবো এখানে বিক্ষিপ্ত ভাবে ছোট বড় পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, এগুলোকে মনিটরিং মধ্যেমে আরো বেশি বেশি পর্যটন কেন্দ্র ও শিল্পকল কারখানা গড়ার পরিবেশ সৃষ্টি করবো। যাতে বেকার যুবক ও যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক মুক্তি লাভ করে ।

সর্বপরি এ অঞ্চলের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আবদ্ধ হয়ে আপনাদের সেবায় নিয়োজিত থাকবো । জামায়াতে ইসলামী বটিয়াঘাটা উপজেলা আমীর ও জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবু ইউসুফ বলেন, আমি নির্বাচিত হলে, যোগাযোগ ব্যবস্থা উন্নতি,মাদক মুক্ত সমাজ গড়তে বিপদগামী যুবকদের ফিরে এনে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবো। পাশাপাশি স্বাস্থ্য,শিক্ষা, সাংস্কৃতি, খেলাধুলা ও বিনোদনের জন্য পর্যটন কেন্দ্র এবং শিল্প কলকারখানা গড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করবো । বর্তমানে আমাদের দলের প্রতি ব্যাপক সাড়া পড়েছে ।

খুলনা (বটিয়াঘাটা) প্রতিনিধি ঃ রিপন রায়। ইসলামী আন্দোলন ও হাতপাখা প্রতিকের প্রার্থী মাওলানা আবু সাঈদ বলেন, আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে খুলনা -১ আসনকে মাদক মুক্ত করে বিপদগামী যুবকদের ফিরে এনে তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করবো । পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা উন্নতি ও টেকসই বেঁড়িবাঁধ নির্মান করে নদী উপকূলীয় অঞ্চলে মানুষের বসবাসের নিশ্চিত করবো । এসময় স্ব-স্ব দলীয় নেতা-কর্মী ও অনুসারীরা উপস্থিত ছিলেন ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD