আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মনোনয়নপ্রত্যাশী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম তৃণমূল পর্যায়ে জনসংযোগ ও প্রচারণা জোরদার করেছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) তিনি ত্রিশালের কানিহারী ইউনিয়নের এলং জানি বাজার, জামতলা মোড়, বরমামোরসহ বিভিন্ন গ্রামীণ হাট-বাজারে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া রামপুর ইউনিয়নের কাকচর আদর্শ বাজারসহ আশপাশের এলাকা ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ সময় তিনি তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণের হাতে রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম বলেন, “আমি জনগণের সেবক হিসেবে রাজনীতি করতে চাই। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে চাই।”
তার এই প্রচারণায় স্থানীয় দলীয় নেতাকর্মী, তরুণ সমর্থক ও ধর্মপ্রাণ সাধারণ মানুষ অংশ নেন। এলাকাবাসী জানান, একজন তরুণ, শিক্ষিত ও ধর্মপ্রাণ রাজনীতিক হিসেবে শামীমের এই জনসংযোগ কর্মসূচি ইতিমধ্যেই তৃণমূলের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।