লালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে নিয়ে লালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার উদ্যোগে র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মামুর রশিদ, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন, নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, মোহরকয়া ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের সভাপতি কাউসার আলম সবুজ প্রমুখ