শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈর তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ৫ নং ওয়ার্ডের লিফলেট বিতরণ রাণীশংকৈলে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন(ডিএমাইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিয়াকৈরে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জগন্নাথপুরে শিক্ষক এর মারপিঠে ছাত্রী রক্তাক্ত আহত, এলাকায় সমালোচনার ঝড় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন আসাদ খোকন মোহনগঞ্জে মাদকসহ আটক- ২ দিনাজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণার উদ্বোধন কাহারোলে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ…. দিনাজপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: সিনিয়র জেলা ও দায়রা জজ দুই দিনে তিন আওয়ামীপন্থী নেতা গ্রেফতার নাসিরনগরে

রাণীশংকৈলের নবাগত নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সম্পর্ক উন্নয়নে সৌজন্য সাক্ষাৎ

‎আব্দুল জব্বার ঠাকুরগাঁও:
  • আপডেটের সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২১৪ সময় দেখুন

‎‎ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নবাগত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতিজা বেগমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছে রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ।

‎বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হযরত আলী ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের নেতৃত্বে প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির তালিকা হস্তান্তর করা হয়।

‎সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতিজা বেগম বলেন, “প্রেস একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। প্রশাসনের কাজের পাশাপাশি সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা সমাজকে এগিয়ে নিতে সহায়তা করে।” তিনি রাণীশংকৈল প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উপজেলা উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন—
‎রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হযরত আলী, সহ-সভাপতি মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আসিফ ইকবাল, প্রচার সম্পাদক মিঠুন কুমার রায়, কার্যকরী সদস্য মোঃ রাকিব ফেরদৌস, সদস্য মোঃ হামিম রানা, মোঃ মিলন খান ও মোঃ আব্দুল আজিজ।

‎প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে একটি সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠলে জনগণ সবচেয়ে বেশি উপকৃত হয়। তারা আশা প্রকাশ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতিজা বেগমের নেতৃত্বে রাণীশংকৈল উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

‎প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে স্মৃতিচারণমূলক ছবি তোলা হয় এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগে সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD