আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন বিএনপি নেতা, সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও সাভার বাজার রোড ব্যবসায়িক কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি। মঙ্গলবার বিকালে সাভারের উৎসব প্লাজা এলাকা থেকে শুরু করে বিভিন্ন মার্কেট, অলি-গলি ও রাস্তাঘাটে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।
এ সময় তিনি বলেন,আপনারা জানেন, খুব শীঘ্রই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এক ধরনের অন্তর্বর্তী সরকার নির্বাচন তফসিল ঘোষণা করেছে, এবং আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন হবে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি—ভোট চাইছি ধানের শীষের প্রতীকের পক্ষে।
বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি বলেন,তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। আমরা সেই ৩১ দফা কর্মসূচি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, মানুষকে বোঝাচ্ছি—আগামী দিনে তারেক রহমান ক্ষমতায় এলে এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রকৃত পরিবর্তন ঘটবে।
তিনি বলেন,সাভারে যতগুলো নির্বাচন হয়েছে, সবগুলোতেই বিএনপি অংশগ্রহণ করেছে এবং ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। আগামী দিনেও দিনের ভোট দিনে হবে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরা বিশ্বাস করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক ‘ধানের শীষ’ই হবে বিজয়ের প্রতীক।
বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি আশাবাদ ব্যক্ত করে বলেন,সারা বাংলাদেশে কি হবে জানি না, তবে সাভার ও আশুলিয়ায় ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে—এ প্রতিশ্রুতি দিচ্ছি সাভারবাসীর পক্ষ থেকে।
বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি বলেন, এবারের নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। আমরা চাই সবাই যেন নিজের ভোট নিজেই দিতে পারে।
তিনি আরও বলেন,তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন—এটাই আমাদের আহ্বান
প্রচারণাকালে তার সঙ্গে ছিলেন স্থানীয় ব্যবসায়ী, তরুণ কর্মী ও বিএনপি-সমর্থিত সংগঠনের নেতাকর্মীরা। তারা জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে ৩১ দফা কর্মসূচি প্রচার করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।