খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের কৈয়া বাজারে বিএনপির সম্প্রীতি সমাবেশ ও ৩১ দফা লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রদল নেতা ও খুলনা-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান পাপুল।
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া গণমানুষের সংগঠন। বিএনপি স্বাধীনতায় বিশ্বাসী শক্তিশালী দল, এদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে।”
তিনি আরও বলেন, দল যদি তাকে মনোনয়ন দেয় তবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, নদীভাঙন প্রতিরোধ, রাস্তাঘাট সংস্কার, শিক্ষা-সংস্কৃতি ও কর্মসংস্থান উন্নয়নে কাজ করবেন।
জলমা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক (বড়)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, জিএম রকিবুল হাসান, মনিরুজ্জামান লেলিন, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি রেহানা ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জলমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম এবং সহযোগিতায় ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ বিল্লাহ।