ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিটের প্রচেষ্টা চলছে, বিমান চলাচল সাময়িক স্থগিত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো ভিলেজে আগুন দেখা দেয়।
প্রাথমিকভাবে বিমানবন্দর ফায়ার ইউনিট, বাংলাদেশ বিমান বাহিনী এবং সিভিল এভিয়েশনের দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের আরও ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে মোট ৩৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
অগ্নিকাণ্ডের কারণে শাহজালাল বিমানবন্দরের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে—
ব্যাংকক থেকে ইউএস–বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করেছে চট্টগ্রামে,
দিল্লি থেকে ইন্ডিগোর ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়,
শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইট নেমেছে চট্টগ্রামে,
আর হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিকের একটি বিমান আকাশে চক্কর দিচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায়।
এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা বাটিক এয়ারের কুয়ালালামপুরগামী ও ইন্ডিগোর মুম্বাইগামী দুটি ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকে আছে।
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে আসা একটি ফ্লাইট ও ইউএস–বাংলার চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট নিরাপত্তার স্বার্থে আবার চট্টগ্রামে ফিরে গেছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিস, বিমান বাহিনী এবং বিমানবন্দর কর্তৃপক্ষ একসঙ্গে কাজ শুরু করে।
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ বলেন, ঘটনাস্থলে সব সংস্থা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে।