রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ভূয়া ওয়ারিশ সনদ তৈরি করে ১ কোটি টাকার ক্ষতিপূরণ আত্মসাতের অভিযোগ ময়মনসিংহে মোবাইল চুরির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উন্মোচন, তিনজন গ্রেফতার শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ড ধোবাউড়ায় মুন্সিরহাট বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সাবেক এমপি আফজাল এইচ খান। বিকেএ মেধাবৃত্তি পেয়েছে জগন্নাথপুরের ইংলিশ মিডিয়াম স্কুল এ সাদেক ইন্টাঃ একাডেমির তিন শির্ক্ষার্থী হাওরাঞ্চলে শিক্ষার মান উন্নয়ন করা হবে- কৃষক দলের কেন্দ্রীয় নেতা- আনিসুল হক লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা কালিয়াকৈরে হাজী বাড়ী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ধর্মপাশায় মাহবুবুর রহমানের পক্ষে উঠান বৈঠক খুলনার বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসে প্রতারক চক্রের অভিনব কায়দায় চাঁদা দাবি

লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
  • আপডেটের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৪ সময় দেখুন

নাটোরের লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার গোপালপুর পৌর এলাকার নারায়ণপুর রেললাইন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রাজন আলী (২৫)। তিনি লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামের মো. মোরশেদ আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজন আলীর বিয়ে হয়েছিল প্রায় পাঁচ মাস আগে। বিয়ের পর থেকেই তার সংসারে বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মাঝে ঝামেলা হতো। কিছুদিন আগে স্ত্রী রাগ করে বাপের বাড়িতে চলে যান। শনিবার সকালে রাজনের মায়ের সঙ্গেও ঝগড়া হয়। এরপর অভিমান করে তিনি বাড়ি থেকে বের হয়ে যান এবং পরে আর ফিরে আসেননি।

দুপুরের দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রাজন আলী কাটা পড়ে নিহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। নিহতের চাচাতো ভাই মো. রাসেল আলী (২০) মরদেহটি শনাক্ত করেন।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD