খুলনার বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ সাইফুল ইসলাম’র কাছে প্রধান উপদেষ্টার অফিসের নাম ভাঙ্গিয়ে এক অজ্ঞাত ব্যক্তি ০১৭২৭৫৩০১০৩ মোবাইল নাম্বারে ফোন করে ২০ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ উঠেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করতে সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ভূমি অফিসের নাজির সাইফুল ইসলামের নিকট প্রধান উপদেষ্টার কার্যালয়ের নাম ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে টাকা দাবি করে । উক্ত প্রতারক ব্যক্তি নাছিরকে বলেন , প্রধান উপদেষ্টা বরাবর একটি টাইপ করা অভিযোগপত্র ও ছবি নাজিরের নিকট পাঠিয়ে দিয়ে বলে আমাকে ২০ হাজার টাকা পাঠিয়ে দাও, তাহলে আমি অভিযোগ পত্রটি আটকে দেবো । তখন নাজির সাইফুল ওই ব্যক্তিকে আইন ব্যবস্থা গ্ৰহনের কথা বললে মোবাইল ফোনটি কেটে দিয়ে ফোন বন্ধ করে দেয় । এব্যাপারে ভূমি অফিসের নাজির সাইফুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, অভিযোগ পত্রটি দেখে ভূয়া মনে হচ্ছিল এবং ওই ব্যক্তির বিরুদ্ধে খোঁজ খবর নিয়ে জানতে পারি উনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের কেউ নন । কারন তার প্রেরিত অভিযোগ পত্রে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কোন সিল বা কোন স্বাক্ষর ছিল না । বিষয়টি আমার নজরে আসলে আমরা অফিশিয়ালী আইনি পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত গ্ৰহন করছি । সহকারি কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান বিগত ০২ জুন যোগদানের পর থেকে এলাকার কৃত্রিম জলবদ্ধতা নিরসনে ভূমিদস্যু ও অবৈধ দখলবাজদের বিরুদ্ধে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ মাধ্যমে এলাকার জলবদ্ধতা নিরসন সরকারি খাল গুলো দখলমুক্ত এবং ভূমি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হওয়ার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে জানা যায় । বর্তমানে এ ধরনের কিছু দুষ্টু চক্র বের হয়েছে। বিগত দিনে কোন কোন অফিসে দুর্নীতি হতো সেই সকল অফিসকে টার্গেট করে বিভিন্ন পরিচয়ে বিভিন্ন পন্থায় টাকা দাবি করছে । এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ।