বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন(ডিএমাইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিয়াকৈরে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জগন্নাথপুরে শিক্ষক এর মারপিঠে ছাত্রী রক্তাক্ত আহত, এলাকায় সমালোচনার ঝড় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন আসাদ খোকন মোহনগঞ্জে মাদকসহ আটক- ২ দিনাজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণার উদ্বোধন কাহারোলে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ…. দিনাজপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: সিনিয়র জেলা ও দায়রা জজ দুই দিনে তিন আওয়ামীপন্থী নেতা গ্রেফতার নাসিরনগরে দমন-নিপীড়নের মুখে এক সাহসী মুখ—নবীন”

ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, তাকওয়া পরিবহনের হেলপার-কন্টাকটরের হামলায় যাত্রীর মৃত্যু প্রাণ গেল ইলিয়াসের, এক আসামি গ্রেফতার

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১০৬ সময় দেখুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিচন্তপুর দোকানপাড় এলাকায় তাকওয়া পরিবহনের হেলপার ও কন্টাকটরের হামলায় প্রাণ হারিয়েছেন এক যাত্রী। নিহত যাত্রীর নাম মোঃ ইলিয়াস হায়দার শেখ (৪৫)। তার গ্রাম: দশদ্রোন, উপজেলা: তাড়াইল-এর বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ইলিয়াস হায়দার গাজীপুর চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহনের ৩৯৩ নম্বর বাসে ওঠেন। বাসটি নিচন্তপুর দোকানপাড় এলাকায় পৌঁছালে ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে কন্টাকটরদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে কন্টাকটর মিলন, হেলপার তুফান (পিতা: মোঃ মোস্তফা, জেলা রাজশাহী, বর্তমান ঠিকানা: কালামপুর) এবং ড্রাইভার আলামিন মিলে ইলিয়াস হায়দারকে বেধড়ক মারধর করে বাস থেকে নিচে ফেলে দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সফিপুর মডার্ন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানার এ.এস.আই রাসেল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করেন। তবে কন্টাকটর মিলন ও ড্রাইভার আলামিন এখনো পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় জড়িত বাসটির মালিকের নাম আলমগীর বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।

নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, ভাড়ার মতো তুচ্ছ বিষয় নিয়ে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘাতকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD