৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের বর্ষপূর্তি ঘিরে জগন্নাথপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট তারিখে পতন ঘটে তৎকালীন সরকারব্যবস্থার, যা বিএনপি ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ হিসেবে আখ্যায়িত করে। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে ২০২৫ সালের ৫ আগস্ট “বিজয় র্যালি” আয়োজনের অংশ হিসেবে ২ আগস্ট (শনিবার) বিকেলে কলকলিয়া বাজারের দলীয় কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তুতি এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুস সোবহান, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস ছালাম, হুমায়ুন কবীর, আব্দুল মতিন, মোজাফফর আলী লিটন, মাসুম আহমেদ, আঃ মন্নান, মনির মিয়া, আবু তালেব, ছালাম মিয়া, আঞ্জুর আলী, কাহার মিয়া, মিজানুর রহমান, খলিল ও জামাল।
এছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, যার মধ্যে ছিলেন—উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল বক্স ও জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সহ-সভাপতি রোকন মিয়া, কামরুল হাসান লিটন, আবির মিয়া আবু, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাকিল আহমদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুক আহমদ জিতু এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল হক।
অন্যদিকে, একই উপলক্ষে ৩১ জুলাই (বৃহস্পতিবার) উপজেলা সদরের কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের বাসভবনে আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার এবং যৌথভাবে সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ ও পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু।
সভা শুরু হয় ৮নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কারী মাওলানা আরশ আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ, যিনি বর্ষপূর্তি উদযাপন সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা। এ সময় বর্ষপূর্তি দিবসের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।