২৭ জুন, বিকেল ৫টায় কাঁকুড়গাছি সিআইটি স্কিমে স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১২তম বর্ষের দুর্গোৎসবের খুঁটি পূজার আনুষ্ঠানিক সূচনা হয়। এবারের থিম নির্ধারিত হয়েছে “পাঁজর”।
শুভ রথযাত্রার পূর্ণ লগ্নে, বৈদিক মন্ত্রপাঠ ও হোমযজ্ঞের মাধ্যমে খুঁটির পূজা অর্চনা করা হয়। অতিথিদের উপস্থিতিতে এক হৃদয়স্পর্শী ও সুন্দর অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত ভাস্কর বিমল কুন্ডু, চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী অনিন্দিতা সরকার, সংগীতশিল্পী অমৃতা দত্ত, শিল্পী অতনু পাল, শিক্ষাবিদ ড. শ্রীকুমার মিত্র, থ্যালাসেমিয়া রোগীর প্রতিনিধি সঞ্জীব আচার্য, এবং প্রধান উপদেষ্টা বিধায়ক পরেশ পাল মহাশয়।
উৎসবের পরিকল্পনা ও সৃজনশীল দিক দেখাশোনা করেন উদ্যোক্তা ও সেক্রেটারি অমল হাজরা, পুজো সভাপতি গৌড় ঘোষ, সহ-সভাপতি প্রবীর বিশ্বাস, যুগ্ম সম্পাদক অপু দাস ও অলোক গুপ্তা।
স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি প্রতিবছর কম বাজেটে হলেও সৃজনশীল থিমের মাধ্যমে দর্শকদের আনন্দ দেয়। নতুন শিল্পীদের সুযোগ দিয়ে পুজোর থিমে ভিন্ন মাত্রা যোগ করে তারা প্রতিনিয়ত প্রশংসিত।
এইবারের “পাঁজর” থিমের মাধ্যমে পুজোর প্যান্ডেল নির্মাণে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে শিল্পমাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শকদের কাছে একটি নতুন দৃষ্টিভঙ্গি উপহার দেবে।
উদ্যোক্তা অমল হাজরা জানান, “কঠিন বাজেটের মধ্যে কাজ করলেও আমরা মানুষের মন জয় করার চেষ্টা করি। আমাদের এই যাত্রায় বিধায়ক পরেশ পাল মহাশয়ের সহযোগিতা আমাদের জন্য বিশেষ প্রেরণা।”