বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের অপমানজনক মন্তব্যের প্রতিবাদে সোনাগাছি সেক্স ওয়ার্কার্স কমিটির আহ্বানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় শীতলা মন্দির সংলগ্ন স্থানে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
২০ জুন ২০২৫ তারিখে সুকান্ত মজুমদার কলকাতার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে যৌনকর্মীদের সাথে তুলনা করেন এবং আপত্তিকর মন্তব্য করেন। এর প্রতিবাদেই ক্ষোভে ফেটে পড়েন যৌনকর্মীরা।
বিক্ষোভে যৌনকর্মীরা বলেন, “একজন নেতা হয়ে কীভাবে তিনি এমন অসংবেদনশীল মন্তব্য করতে পারেন? আমাদের পেশা নিয়ে বারবার অপমানজনক মন্তব্য করার অধিকার তাঁকে কে দিয়েছে? আমরা তাঁর কাছ থেকে প্রকাশ্যে ক্ষমা চাই। না হলে বৃহত্তর আন্দোলনে যাব।”
তারা আরও বলেন, “কলকাতা হাইকোর্ট আমাদের পেশার মর্যাদা নিশ্চিত করেছে। অথচ এক সাংসদ হয়ে তিনি সেটি অগ্রাহ্য করে আমাদের অসম্মান করেছেন। আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য অত্যন্ত ক্ষতিকর এবং সমাজে ঘৃণা ছড়ায়।”
বিক্ষোভে উপস্থিত ছিলেন আমরা পদাতিক সংগঠনের রতন দোলুই, ভারতী দে, শান্তনু চ্যাটার্জি, রাজকুমারী ঘোষ সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, “আমরাও মানুষ। পেশা ভিন্ন হতে পারে, কিন্তু আমরা কারও না কারও সন্তান। আমাদের অপমান করার অধিকার কারো নেই। সমাজের শিক্ষিত মানুষদের কাছে আবেদন — আমাদের সম্মান দিন, আমাদের নিয়ে কটু কথা না বলুন।”