সিলেটে স্বেচ্ছাসেবক দলকে নির্বাচনী প্রস্তুতির আহ্বান কেন্দ্রীয় সভাপতি জিলানীর
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে সিলেটের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস. এম. জিলানী।
সোমবার (৪ আগস্ট) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় এস. এম. জিলানী বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। গণতন্ত্র থাকলে বিএনপি টিকে থাকে, আর গণতন্ত্র বিপন্ন হলে বিএনপির স্বার্থও হুমকির মুখে পড়ে। তাই এখনই প্রস্তুতি নেওয়ার সময়।”
তিনি আরও বলেন, “মাফিয়া প্রধানের পলায়নের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরতে শুরু করেছে। ভোটের সময় ঘনিয়ে আসছে—আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে জনগণের কণ্ঠরোধ করেছে। বাকস্বাধীনতা, গণতন্ত্র—সবই ছিল বিপন্ন। তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার ঐতিহাসিক গণআন্দোলনে স্বৈরাচার পতিত হয়েছে। তবে এখনো দেশে ভোটাধিকার ফিরে আসেনি।”
সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ডা. জাহিদুল কবির বলেন, “রাষ্ট্রের মালিক জনগণ। তারা যেন নিরাপদে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত হলেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ৫ আগস্ট আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, কিন্তু জনগণের ভোটাধিকার এখনো পুনঃপ্রতিষ্ঠা হয়নি।”
তিনি আরও বলেন, “এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল কোটা আন্দোলনের মাধ্যমে, যেখানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন।”
সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী। তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা অনুযায়ী সবাইকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।”
মতবিনিময় সভা পরিচালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।