সিলেটে ‘ছাত্র-জনতার গণজাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে অনুষ্ঠিত হয়েছে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ‘ছাত্র-জনতার গণজাগরণ’ শীর্ষক সেমিনার। গত ৩ আগস্ট (রবিবার) নগরীর শারদা হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক রহমতে এলাহী লস্কর নাঈম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সিলেট জেলা শাখার সাবেক সদস্য সচিব জোবায়ের আহমেদ তোফায়েল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন সুজন। বিশেষ অতিথির বক্তব্য দেন পরিষদের দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর সাজু চৌধুরী। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক জামান সিদ্দিকী এবং ইউকে প্রবাসী নেতা আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রমিক অধিকার পরিষদের সিলেট জেলা সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মনজিল, ছাত্র নেতা সৈয়দ মিসবাউল হক মোহন, এনাম আরিয়ান, শাহরিয়ার মাহীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও যুবনেতা ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।