সাভারে দুটি কিডনি নষ্ট জাকিরের সহায়তায় চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত
মোঃ শান্ত খান স্টাফ রিপোর্টার
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে সাভারে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে
অসহায় কিডনি রোগী জাকিরকে বাঁচাতে শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় এ চ্যারেটি কনসার্টের আয়োজন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী লায়ন মো: খোরশেদ আলম।
এসময় খোরশেদ আলম চ্যারেটি গানের অনুষ্ঠানের মধ্যবর্তী সময়ে নিজ অর্থসহ দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে জাকিরের চিকিৎসা সেবায় ১ লক্ষ ৯৭ হাজার ৫ শত টাকা তুলে দেন অসুস্থ জাকিরের স্বজনদের কাছে।
এসময় খোরশেদ আলম বলেন, আমরা জাকিরের পাশে থেকে দেখিয়ে দিতে চাই মানবিকতার দিক থেকে আমরা সাভারের মানুষ সবার সেরা। তাই আমি সাভারের প্রতিটি মানুষকে যে-যার যার অবস্থান থেকে অসুস্থ জাকিরের পাশে থাকার আহ্বান জানাই।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক,২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুস খান,৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা,
পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী পৌর বিএনপির খান মজলিশ বাবু বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন ও পৌর ছাত্রদলের তাজ খান নাঈমসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে লায়ন মো: খোরশেদ আলম আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাভারের মানবিক ব্যান্ড মিউজিশিয়ান সকল সদস্য ও তরঙ্গ কাননের প্রতি যারা অসুস্থ জাকিরের চিকিৎসা সহযোগিতার জন্য বিনা পারিশ্রমিকে সংগীত পরিবেশন করেছেন। মানবিক সাভার গড়ার জন্য যারা সব সময় আমার পাশে থেকে মানবিক কাজগুলো কে এগিয়ে নিচ্ছেন।