সাপে কাটা যুবকের মৃত্যুর প্রতিবাদে রাজিবপুরে মানববন্ধন ও বিক্ষোভ
সাপে কাটা এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এন্টিভেনাম ভ্যাকসিন সরবরাহ ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কুড়িগ্রামের চর রাজিবপুরবাসী এবং এসএসসি ২০১১ ব্যাচের শিক্ষার্থীরা।
গত মঙ্গলবার মজনু নামের এক যুবককে সাপে কাটলে রাজিবপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন না পেয়ে তাকে ময়মনসিংহে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত মজনু এসএসসি ২০১১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পথসভায় বক্তারা বলেন, “সাপ থাকে গ্রামে, অথচ ভ্যাকসিন থাকে শহরে। এটা কখনোই মেনে নেওয়া যায় না।”
তারা বলেন, সাপে কাটা একটি অস্বাভাবিক ঘটনা নয়। তাই প্রত্যন্ত অঞ্চলের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এন্টিভেনাম ভ্যাকসিন রাখা জরুরি, যাতে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয় এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়ানো যায়।
বক্তারা আরও জানান, এধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।