২৯ শে জুন রবিবার, ঠিক দুপুর দুটোয়, পার্ক সার্কাস থেকে নিউমার্কেট ও ধর্মতলার বিভিন্ন এলাকায় বেশ কিছু সাধারণ মানুষ , ভারতীয় পতাকা ও বিদেশি প্রোডাক্টের ব্যানার নিয়ে মার্কেটে মার্কেটে বিক্ষোভ দেখালেন, অবিলম্বে বিদেশী দ্রব্য বয়কট করুন, শিশু হত্যাকারী দেশ ভারত থেকে দূর হটো, ভারত থেকে ব্যবসা তোলো, তোমাদের আমরা ছাড়ছিনা ছাড়বো না।
সারা নিউমার্কেট চত্বর ও ধর্মতলার বিভিন্ন মার্কেট ঘুরে বিক্ষোভ দেখান এবং যেখানে যেখানে বিদেশি প্রোডাক্ট ও ফুডের দোকান রয়েছে সেখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখালেন, স্বপ্ন দেখা গেল তারা কে এফ সির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন, স্লোগান তুললেন বিদেশি প্রোডাক্ট দূর হটো,
সমস্ত দোকানদারকে ও ব্যবসায়ীদের জানালেন কেউ বিদেশী দ্রব্য বিক্রি করবেন না, বয়কট করুন, শিশু হত্যাকারী দেশের দ্রব্য বিক্রিয় করতে দেবো না,
স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন, এদেশে বিদেশি দ্রব্যের ঠাঁই নাই। সারা নিউমার্কেটে দু’ধারে বেশ কিছু মানুষ ও ব্যবসায়ী প্রতিবাদ কে সমর্থন করতে থাকে,।