সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কানাইঘাটে সাংবাদিকদের মানববন্ধন
দৈনিক প্রতিদিনের গাজীপুরের স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে গত শনিবার বিকেল সাড়ে ৫টায় প্রেসক্লাব কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ তুহিনের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকরা সন্ত্রাসী, অপরাধী ও রাজনৈতিক সহিংসতার শিকার হচ্ছেন। তারা জানান, অর্ন্তবর্তীকালীন সরকারের দায়িত্বে আসার পরেও সাংবাদিকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ পরিস্থিতির সুযোগ নিয়ে গাজীপুর শহরের মতো ব্যস্ত এলাকায় প্রকাশ্যে এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
সাংবাদিকরা দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিসহ দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি আব্দুন নুর, তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজ সিদ্দিকী, ক্লাব সদস্য আসআদ আহমদ, মুফিজুর রহমান নাহিদ, সংবাদকর্মী মুফিজুর রহমান তালুকদার, অহিদুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।
মানববন্ধনের শেষে প্রেসক্লাব কার্যালয়ে নিহত তুহিনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।