রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
লালপুরে অগ্রণী ব্যাংকে চুরির ঘটনায় তিন নারী আটক নড়াইলে বিশ্বখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন জগন্নাথপুরে পলাতক আসামী ২ জন গ্রেপ্তার তুহিন হত্যাসহ সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার দাবি — শিবলী সাদিক খান নবীনগর হুরুয়া ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট  ফাইনাল খেলা অনুষ্ঠিত। মাগুরার শ্রীপুরে চাকদাহ-ইছাপুর সড়কের বেহাল দশা: খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে জাতীয় নির্বাচনের আগে রাস্তার সংস্কার না হলে ভোটকেন্দ্রে যাবেন না এলাকাবাসী কালিয়াকৈরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন নবীনগর কৃষ্ণনগর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন

শফিকুল ইসলাম শফিক, মধ্যনগরঃ
  • আপডেটের সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪ সময় দেখুন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীদের প্রকাশ্য ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যার ঘটনাকে ঘিরেই এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আওয়াল মিসবাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল আমিন তালুকদার। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা মো. ইউনুস মিয়া, রমা পদ চক্রবর্তী, প্রভাষক জসিম উদ্দিন মোল্লা, সিনিয়র শিক্ষক মাখন চন্দ্র, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, হেফাজতে ইসলামের নেতা কামান, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা ফয়সাল আহমদ জিহাদী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও কোষাধ্যক্ষ মো. মোসাব্বির, সাংবাদিক ডা. সাইদুর রহমান জিয়া প্রমুখ।

বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যাই নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার উপর ভয়াবহ আঘাত। তারা দ্রুত আসামিদের শনাক্ত করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সরকারকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD