শ্রীমঙ্গলে আধুনিক পার্টনার কংগ্রেস ২০২৫ উপলক্ষে কৃষি সেমিনার অনুষ্ঠিত
“কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে আধুনিক পার্টনার কংগ্রেস-২০২৫ সেমিনার। বুধবার (৩০ জুলাই) শ্রীমঙ্গল পৌরসভা অডিটোরিয়াম হলে কৃষকদের অংশগ্রহণে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন এবং সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাইল হোসেন। তিনি বলেন, “প্রযুক্তিনির্ভর কৃষি ছাড়া টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। কৃষির উন্নয়ন মানেই জাতীয় উন্নয়ন। সরকার কৃষিবান্ধব নীতিমালার মাধ্যমে কৃষকদের পাশে রয়েছে। এই পার্টনার কংগ্রেসের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণও চালু করা হয়েছে।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার মো. জালাল উদ্দিন এবং অর্থ প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. নাসির উদ্দিন বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, জৈব ও ভারসাম্যপূর্ণ সার ব্যবস্থাপনা, সময়োপযোগী সেচ এবং রোগবালাই নিয়ন্ত্রণ প্রযুক্তির ব্যবহার কৃষিকে লাভজনক করবে। এতে উৎপাদন যেমন বাড়বে, তেমনি কৃষকের আয়ও বাড়বে।
সেমিনারে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে মাঠ পর্যায়ে বাস্তব অভিজ্ঞতা বিনিময়, উন্নত কৃষি প্রযুক্তির প্রয়োগ এবং ফসল ও শাকসবজি উৎপাদন বিষয়ক ধারণা দেওয়া হয়।
সেমিনারটি কৃষকদের জন্য একটি সময়োপযোগী ও শিক্ষণীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।