শ্রীপুরে শো রুমের গোডাউনে আগুন, ক্ষয়ক্ষতি প্রায় ৪৮ লাখ টাকা
মাগুরার শ্রীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে একটি ইলেকট্রনিক্স শো রুমের গোডাউনে প্রায় ৪৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
১ আগস্ট শুক্রবার বিকেলে শ্রীপুর শহরের প্রাণকেন্দ্রে সানি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত ‘জায়েদ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক’ এর গোডাউনে আগুন লাগে। প্রতিষ্ঠানটি ভিশন ব্র্যান্ডসহ বিভিন্ন কোম্পানির এক্সক্লুসিভ ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করে।
গোডাউনের মালিক মো. আসাদুজ্জামান জানান, দুপুর ২টা ৪৫ মিনিটে স্থানীয়দের চিৎকারে বিষয়টি টের পাওয়া যায়। তালা খুলে দেখা যায়, গোডাউনের ভেতরে দাউদাউ করে আগুন জ্বলছে। ফ্রিজ, টিভি, গিজার, ওভেন, চার্জার ফ্যান ও রাইস কুকারসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স পণ্য সম্পূর্ণভাবে পুড়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় এবং শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শামছুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরদিন শনিবার অগ্রণী লাইফ ইন্স্যুরেন্সের একটি প্রতিনিধি দল ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে জানায়, আগুনে প্রায় ৪৮ লাখ ৯৬ হাজার ৮০০ টাকার সম্পদ নষ্ট হয়েছে।