লালপুরে ১ কোটি ৬২ লাখ টাকার গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন।
নাটোরের লালপুর উপজেলার রঘুনাথপুর থেকে ঢুষপাড়া পর্যন্ত গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নাটোর জেলার নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন আনুষ্ঠানিকভাবে এই সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।
জানা গেছে, রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি পাকাকরণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬২ লাখ ৩৩ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজিইডি নাটোর জেলার সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আব্দুর রউফ, লালপুর উপজেলার প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম, সংশ্লিষ্ট ঠিকাদার মো. ইউসুফ খান, স্থানীয় সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।