বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার  অভিযানে ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার ‎মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নড়াইলের বাহিপাড়া গ্রামে একজনকে কুপিয়ে হত্যা কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্যানেল চেয়ারম্যান লিটনের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাৎ সহ নানা অনিয়ম দূর্নীতির অভিযোগে অপসারন দাবি। সাভারে শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মুরগি হেলাল গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের বাফেলো বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে দুই শিশু ও মাকে জবাই করে হত্যার ঘটনায়, প্রধান আসামি নজরুলকে গাজীপুর থেকে গ্রেফতার সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চো রা ই পণ্য জব্দ সিলেট গ্যাস ফিল্ডস্ অফিসার এসোসিয়েশনের তফসিল ঘোষণা: প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের দোসররা রেমিট্যান্স যোদ্ধা থেকে সফল উদ্যোক্তা : সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্হাপন করেন জাহাঙ্গীর আলম

লালপুরে সামাজিক বনায়ন প্রকল্পে বাধা: গ্রীন ভয়েসের স্মারকলিপি প্রদান

লালপুর(নাটোর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৫ সময় দেখুন
লালপুরে সামাজিক বনায়ন প্রকল্পে বাধা: গ্রীন ভয়েসের স্মারকলিপি প্রদান
লালপুরে সামাজিক বনায়ন প্রকল্পে বাধা: গ্রীন ভয়েসের স্মারকলিপি প্রদান

দেশের সর্বাধিক উষ্ণ অঞ্চল হিসেবে পরিচিত নাটোরের লালপুরে সরকারি সামাজিক বনায়ন প্রকল্প বাস্তবায়নে দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্বে বাঁধা সৃষ্টি হয়েছে। ফলে সরকারি উদ্যোগে গাছ লাগানোর পরিকল্পনা থমকে গেছে। এ পরিস্থিতিতে দ্রুত সমাধান দাবিতে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) “গ্রীন ভয়েস”-এর স্থানীয় নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপিটি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চলতি বর্ষা মৌসুমের মধ্যেই গাছ লাগানোর কাজ শুরু না হলে প্রকল্প ব্যর্থ হয়ে যাবে, যা পরিবেশ সুরক্ষায় বড় ধাক্কা হয়ে দাঁড়াবে।

উল্লেখ্য, লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের নতুন খালের পাড়ে সরকারি বন বিভাগের তত্ত্বাবধানে সামাজিক বনায়ন কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরের সরকারের প্রকল্প অনুযায়ী শুষ্ক ও গরম এলাকা হিসেবে পরিচিত এই অঞ্চলে ব্যাপকভাবে গাছ লাগানোর পরিকল্পনা ছিল। কিন্তু খালপাড়ে গাছ লাগানোর জন্য বন বিভাগ সুগার মিল কর্তৃপক্ষের মৌখিক অনুমোদন সাপেক্ষে প্রকল্প গ্রহণ ও বরাদ্দ পাওয়ার পর গাছ লাগাতে গেলে ও চুক্তিনামা সম্পূর্ণ করার সময় সুগার মিল কর্তৃপক্ষ চুক্তিনামা করবে না ও গাছ লাগাতে নিষেধ করে বলেন উক্ত খাল আমরা ঘাস লাগানোর জন্য লিজ দিয়েছি । যার ফলে বৃক্ষরোপণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

গ্রীন ভয়েসের পক্ষ থেকে দাবি করা হয়— ১. বন বিভাগ ও চিনিকল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় করে দ্রুত গাছ লাগানোর কার্যক্রম শুরু করতে হবে। ২. বর্ষা মৌসুম শেষ হওয়ার আগেই প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক নির্দেশনা জারি করতে হবে।

সংগঠনটি আরও জানায়, দেশের ক্রমবর্ধমান উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় লালপুরের মতো অঞ্চলে গাছ লাগানো অত্যন্ত জরুরি। এই প্রকল্প বাস্তবায়নে দেরি হলে পরিবেশ সুরক্ষার উদ্যোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

পরিবেশবাদী সংগঠনসহ এলাকাবাসীর দাবি, এ ধরনের প্রকল্পে কোনো রকম জটিলতা দূর করে পরিবেশের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD