লালপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নানী ও নাতির মৃত্যু ।
রবিবার (১০ আগস্ট) দুপুরে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাদিপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে মানু খাতুন (৫৫) ও তার নাতি আল আমিন (৮)। আল আমি নের বাড়ি একই উপজেলার পালিদাহ গ্রামে; তিনি ফারুক হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মানু খাতুন নাতিকে নিয়ে পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজ নিতে বিকেল সাড়ে ৩টার দিকে পুকুরপাড়ে যান। সেখানে মানু খাতুনকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
পরে একই পুকুরে খোঁজাখুঁজি করে শিশুটি আল আমিনের লাশও উদ্ধার করা হয়।