লালপুরে পানসীপাড়া – ভেল্লাবাড়ীয়া সড়কের বেহাল দশা জন ভোগান্তি চরমে
নাটোরের লালপুরে পানসীপাড়া – ভেল্লাবাড়ীয়া প্রায় তিন কিলোমিটার সড়কের বেহাল দশায় জন ভোগান্তি চরমে , যেন দেখার কেউ নেই।
সরেজমিনে গিয়ে দেখা গেছে , পানসিপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার পূর্ব হতে লালপুর – ভেল্লাবাড়ীয়া সড়ক পর্যন্ত দুড়দুড়িয়া ও বিলমাড়ীয়া ইউনিয়নের পানসীপাড়া, নওপাড়া , রামকৃষ্ণপুর , মহারাজপুর , ফতেপুর গ্রামের জনসাধারণের চলাচলের রাস্তাটি খানাখন্দে ভরপুর , ভ্যান রিক্সা তো দূরের কথা হেটেও যাওয়া বিপদজনক। এই রাস্তা দিয়ে প্রতিদিন দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদে , দুড়দুড়ীয়া কলেজ, বিলমাড়ীয়া কলেজ, পানসীপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা, এমআর উচ্চ বিদ্যালয়, ভেল্লাবাড়ীয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়, ভেল্লাবাড়ীয়া বাগু দেওয়ান আলিম মাদ্রাসা, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলে, কৃষি পণ্য পরিবহনে রাস্তাটি ব্যবহার হয়ে থাকে।
দুড়দুড়িয়া ইউনিয়নের সাবেক মেম্বার হুমায়ূন কবির বলেন, এই রাস্তাটি লালপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও দুড়দুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজির উদ্দিন সরকারের চেষ্টায় পাকাকরণ করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার হয়ে রাস্তার সংস্কারের কাজ হয়নি।
স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান মিঠু বলেন, এই এলাকার আশি ভাগ মানুষ বিএনপিকে সমর্থন করে তাই রাস্তাটি খানাখন্দে ভরপুর, আওয়ামী লীগের নেতাদের হিংসার ও নোংরা মনের জন্য জনসাধারণ দুর্ভোগ পোহাচ্ছে।
লালপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক হামিদুর রহমান বাবু বলেন , এই রাস্তার সাথেই আমার নিজের বাড়ি , আমার বাবা মরহুম হাজির উদ্দিন সরকারের চেষ্টায় রাস্তাটি বিগত বিএনপি সরকারের আমলে হয়েছিল। পতিত স্বৈরাচার সরকারের রোশানলে এ এলাকার জনগণ , এ অঞ্চলের মানুষ বেশিরভাগ জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে তাই রাস্তা সংস্কারের প্রয়োজন হলেও তা করা হয়নি।
এ ব্যাপারে লালপুর উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম বলেন, রাস্তাটি পূনঃ নির্মাণ করার জন্য ব্যবস্থা নেয়া হবে এবং প্রয়োজনীয় স্থানীয় সরকার থেকে বরাদ্দ আসলে অতিদ্রুত সমস্যার সমাধান করা হবে।
############