নাটোরের লালপুরে জুলাই শহীদ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন , রাজনৈতিক দল , বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।
বুধবার ( ১৬ জুলাই) লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আব্দুল্লাহ, উপজেলা সাব রেজিস্ট্রার সজল কুমার সাহা, উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, খাদ্য নিয়ন্ত্রক আফরোজা পারভীন, একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার শাহাদাৎ হুসাইন, আনসার ভিডিবি কর্মকর্তা আরজু খাতুন, এনসিপি নাটোর জেলা সমন্বয়ক সদস্য ইন্জিনিয়ার শাহীনুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল বাকী, আসিফ আহমেদ অপু প্রমুখ। এছাড়া
লালপুর উপজেলা প্রেস ক্লাব, মোমিনপুর মাজার শরীফ দাখিল মাদ্রাসা, ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থা, বিলমাড়ীয়া মডেল একাডেমী, জাতীয় সাংবাদিক সংস্থা, জামায়াত ইসলামী, ইসলামী ছাত্রশিবির কর্মসূচি পালন করে।