রাষ্ট্র মেরামতের বার্তা নিয়ে জনগণের দুয়ারে বিএনপি নেতা লাভলু
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা” জনগণের মাঝে তুলে ধরতে টাঙ্গাইলের নাগরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজার, গণজমায়েতস্থল, দোকানপাট এবং ব্যবসায়িক এলাকায় সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করেন তিনি। পাশাপাশি তিনি ৩১ দফার মূল বিষয়বস্তু জনসাধারণের কাছে ব্যাখ্যা করেন।
রবিউল আওয়াল লাভলু, সাবেক সহ-সভাপতি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি; সাবেক সহ-সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপি, সাবেক আন্তর্জাতিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ; বর্তমানে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
তিনি বলেন,“তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটবে এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।”
এই গণসংযোগ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তারেক রহমানের পরিকল্পনার প্রতি সমর্থন জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন—সহ-সভাপতি উপজেলা বিএনপি নিয়ামত আলী সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি ও টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্স সভাপতি ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি মোঃ রফিজ উদ্দিন, সাবেক জিএস না.স.ক ও সাবেক চেয়ারম্যান বি আর ডি বি মোঃ ইকবাল কবীর রতন, ভারপ্রাপ্ত আহ্বায়ক উপজেলা যুবদল ও সাবেক ভিপি না.স.ক. মোঃ নাজমুল হক স্বাধীন, আহ্বায়ক থানা শ্রমিক দল ও সাবেক (ভিপি) না. স. ক. মোঃ আরিফুল ইসলাম নবা, সভাপতি নাগরপুর সদর ইউনিয়ন বিএনপি শরিফুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক সদর ইউনিয়ন বিএনপি লিয়াকত হোসেন, সাবেক চেয়ারম্যান সহবতপুর ইউনিয়ন পরিষদ আবুল হোসেন, সভাপতি উপজেলা তাঁতীদল দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক উপজেলা তাঁতীদল লালন, সাধারণ সম্পাদক উপজেলা ওলামা দল ফিরোজ আলম, সাবেক জিএস না.স.ক. ইকবাল কবীর ইকবাল, সাবেক জি এস না.স.ক. নুরুজ্জামান রানা, সাবেক জি এস পাকুটিয়া কলেজ বাদল, সভাপতি উপজেলা মৎস্যজীবী দল কবীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল, সাবেক আহ্বায়ক ছাত্রদল না.স. ক. শফিকুল ইসলাম এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।
এছাড়াও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একযোগে এই কর্মসূচিতে অংশ নিয়ে মাঠপর্যায়ে দলের অবস্থান ও বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দেন।