২২ জুন, রবিবার বিকেল ৪টায় ধর্মতলা ডরিনা ক্রসিং থেকে রবীন্দ্র সদনের রানুচ্ছায়া মঞ্চ পর্যন্ত এক প্রতিবাদী মিছিল করে রাত দখল ট্রান্স-কুইয়ার ঐক্যমঞ্চ। মিছিল শেষে সন্ধ্যা ৬টায় সেখানে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, “এটি আমাদের গৌরবের মাস — প্রাইড মান্থ ২০২৫। প্রাইড মার্চ ও প্রাইড সভার মাধ্যমে আমরা আমাদের অধিকার ও দাবি জনসমক্ষে তুলে ধরছি। রামধনু পতাকার রঙে আমরা আমাদের প্রতিবাদের বার্তা আকাশে বাতাসে ছড়িয়ে দিতে চাই।”
তারা আরও বলেন, “প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি লড়াই আমাদের গণতান্ত্রিক অধিকারের অংশ। আমরা ভারতের নাগরিক, আমাদেরও সমান অধিকার রয়েছে। কিন্তু আমাদের উপর যে অবিচার ঘটে চলেছে, তার বিরুদ্ধে গণতান্ত্রিক পথেই আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।”
আহ্বান জানানো হয়, “অনেক ট্রান্স-কুইয়ার ব্যক্তি আছেন, যারা সমাজের নানা বাধার কারণে প্রকাশ্যে আসতে পারেন না। আমরা চাই, তারা সাহসিকতার সাথে এগিয়ে আসুন, প্রতিবাদে শামিল হোন, নিজেদের অধিকার নিজেদের হাতেই ছিনিয়ে নিন।”
বক্তারা বলেন, “যেমন অন্য নাগরিকরা জন্মগত অধিকার নিয়ে বাঁচেন, আমরাও তাই চাই। আমরা ভারতেই জন্মেছি, তাহলে কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত থাকতে হবে? আমরা ট্রান্স-কুইয়ার বলে কি আমাদের দাবি থাকবে না? কেন বারবার আমাদের পথে নামতে হবে? আমরা চাই সমান অধিকার ও মর্যাদা নিয়ে স্বাধীনভাবে বাঁচতে।”
শেষে তারা বলেন, “রামধনু পতাকা আমাদের পরিচয় ও লড়াইয়ের প্রতীক। যতদিন না আমাদের অধিকার নিশ্চিত করা হয়, ততদিন আমরা লড়াই চালিয়ে যাব।”
অনেক ট্রান্স-কুইয়ার মানুষ এই মিছিলে অংশ নেন এবং প্রতিবাদের কণ্ঠ আরও দৃঢ় করেন।