ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্ব পছন্দের পরিবার গঠনে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুলাই (রবিবার) রাজিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সারোয়ার জাহান এবং রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম।
আলোচনায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন এবং একটি সুষ্ঠু সমাজ গঠনে পরিবার পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে তরুণ সমাজকে সচেতন ও ক্ষমতায়ন করে সঠিক সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করলেই গড়ে উঠবে একটি ন্যায্য, স্বাস্থ্যবান এবং সম্ভাবনাময় বিশ্ব।