রাজিবপুরে বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার স্লুইসগেট এলাকায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. রঞ্জু মিয়া (২৩), পিতা পাপু, গ্রাম হিজলামারী এবং মো. জাহিদ (২০), পিতা হালিম, গ্রাম চর ফুলবাড়ী। দু’জনই রৌমারী থানার বাসিন্দা।
অভিযানে মোট ২২ বোতল ‘রয়েল গ্রিন’ বিদেশি মদ (যার মধ্যে একটি বোতল ভাঙা) উদ্ধার করা হয়। রাজিবপুর থানার ওসি শরীফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং পরে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।