রাজিবপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বড়াইডাঙ্গী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১০ আগস্ট) ভোরে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন, তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা করায় ফজলু গং ও হামিদ গং এর মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ফজলু গংয়ের ১০ জন আহত হন, যার মধ্যে ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অপরদিকে হামিদ গংয়ের ৫ জন আহত হয়েছেন এবং হামিদের স্ত্রী গুরুতর অবস্থায় জামালপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
উভয় পক্ষ রাজিবপুর থানা অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছে। হামিদ অভিযোগ করেন, জমিটি তিনি বিনিময় দলিলের মাধ্যমে ক্রয় করেছেন, তবে সেটি বাতিলের জন্য কুড়িগ্রাম আদালতে মামলা চলছে এবং ১৪৪ ধারা জারি রয়েছে। তিনি বলেন, গতকাল ভোরে ফজলু গং দলবল নিয়ে ঘর নির্মাণে আসলে বাধা দেয়ার পর তাদের ওপর হামলা চালানো হয়।
অন্যদিকে ফজলুল হক অভিযোগ করেন, তার দলিলকৃত জমিতে ঘর তুলতে গেলে হামিদ সাবেক পুলিশ কর্মকর্তার প্রভাব খাটিয়ে তার জমি দখল করে রেখেছেন এবং হামলা চালিয়েছে।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।