রাজিবপুরে গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বিভিন্ন দলের বিজয় র্যালি
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ২৪-এর গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা জামায়াতের আয়োজনে প্রথম বিজয় র্যালি বের হয়। উপজেলা আমীর মাওলানা আব্দুল লতিফের নেতৃত্বে র্যালিটি জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজিবপুর বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, সদর ইউনিয়ন আমীর মাওলানা মফিজুল হকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বেলা ১১টায় উপজেলা বিএনপির আহ্বায়ক মোখলেছুর রহমানের নেতৃত্বে দ্বিতীয় বিজয় র্যালি থানা মোড় থেকে শুরু হয়।
কয়েক হাজার নেতাকর্মী জরো হয়ে উপজেলা শহরকে জনসমুদ্রে পরিনত করে।জনসমুদ্রের র্যালিটি উপজেলা ক্যাম্পাস ও পোস্ট অফিস এলাকা প্রদক্ষিণ করে পুনরায় থানা মোড়ে এসে শেষ হয়।
পরে বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব জামিল আহমেদ, মোহাম্মদ হেলাল আহমেদ আহবায়ক সদস্য কুড়িগ্রাম জেলা বিএনপি, রাজিবপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রশীদ মন্ডল, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন,মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুর রহমান,কোদালকাটি ইউনিয়ন বিএনপির সদস্য সচীব আমিনুর রহমান,রাজিবপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচীব রুহুল আমিন,
উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ।লিখন, ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর বিকেলে বিজয় র্যালি করেছে ইসলামী. আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আতাউর রহমান
০১৭১৬৩৪৩০৯৩