মোহনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ
সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত মোহনা সমাজ কল্যাণ সংস্থা এক মানবিক উদ্যোগের অংশ হিসেবে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করেছে। যুক্তরাজ্যপ্রবাসী হেপী চৌধুরীর আর্থিক সহায়তায় এই আয়োজনের মাধ্যমে অসচ্ছল নারী ও প্রতিবন্ধীরা সহায়তা পেয়েছেন।
গত সোমবার (৪ আগস্ট) রাতে সংস্থার প্রধান কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার সহ-সভাপতি মো. মকবুল হোসেন খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দেবজ্যোতি মজুমদার রতন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক সহায়তার পৃষ্ঠপোষক হেপী চৌধুরী।
এ সময় বক্তব্য দেন মোহনা সমাজ কল্যাণ সংস্থার কার্যকরী পরিষদের সদস্য ও সমাজসেবক ফয়জুল হক, সহ-সভাপতি রিপন এষ চৌধুরী, সিটি ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রাজ্জাক রাজন, রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান সমছু ও মাহমুদুল হাসান চৌধুরী সুমন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সহ-সভাপতি নুরুল ইসলাম নুর, অর্থ সম্পাদক শাহেদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সঞ্চু দেব, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া ও সুফিয়ান আহমেদ, সহ সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ, সহ অর্থ সম্পাদক সালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, ধর্ম সম্পাদক জ্যোতিষ চক্রবর্তী, পাঠাগার সম্পাদক প্রশান্ত চন্দ লিটন এবং কার্যনির্বাহী সদস্য বনবীর রায়, নিপু দেব, শাবলু পাঠক, সুমিত দে, অপরেশ দাস, কমল রায়, সুজিত দত্ত, জুয়েল দাস প্রমুখ।