মোহনগঞ্জে গলায় ফাঁস দিয়ে
বৃদ্ধ মহিলার মৃত্যু
নেত্রকোণার মোহনগঞ্জে জোবেদা খাতুন (৭২) নামে এক বৃদ্ধ মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। জোবেদা খাতুন মোহনগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড টেংগাপাড়া কলেজ রোডের বাসিন্দা ছিলেন। সরেজমিন ও পুলিশ সূত্রে, সোমবার আনুমানিক ভোর ৫ টা থেকে ৬ টার মধ্যে জোবেদা খাতুন তার ছেলে বজলু রহমানের বসত ঘরের পূর্ব পার্শ্বের পুকুর পাড়ে আমগাছের লাইলং রশ্মি দিয়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটায়। পরিবার সূত্রে জানা যায়, জোবেদা এবং তার মেয়ে রত্না এক সাথে ফজরের নামাজ পরে। পরে ছোট মেয়ে রত্না ঘরের কাজ করতে থাকে। সে সময় জোবেদা খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃদ্ধ জোবেদা খাতুন তার ছোট মেয়ে রত্নার সাথে থাকতো। জোবেদা খাতুন প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন। ‘দু’পায়া লাঠি দিয়ে চলাচল করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জোবেদার প্রথম স্বামী মৃত মিছিল মিয়া মারা যাওয়ার পরে দ্বিতীয় বিয়ে করেন আব্দুল গনি মিয়াকে। জোবেদার প্রথম সংসারে এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারে এক ছেলে ও দুই মেয়ে। সকালে বড় ছেলে তার মা জোবেদা খাতুনের ঝুলন্ত মরদেহ দেখে ছোট ভাই বজলু রহমানকে ডাক দিলে ঘুম থেকে উঠে এসে দেখে আমগাছের সাথে লাইলং রশ্মি দিয়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। তবে অনেকেই বলছে এটি রহস্যজনক মৃত্যু। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।