মিঠামইনে বিএনপি নেতার আয়োজিত সভায় অতিথি আওয়ামী লীগ নেতা মুখলেছ
মিঠামইন উপজেলায় বিএনপি নেতা নাজমুল ভূঁইয়ার উদ্যোগে আয়োজিত সন্ত্রাস বিরোধী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান ভূঁইয়া। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে।
জানা গেছে, গত ৮ আগস্ট বিকেলে ঘাগড়া ইউনিয়নের চৌধুরী বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজক ছিলেন ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ভূঁইয়া। তিনি ব্যক্তিগত উদ্যোগে এই সভার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা মুখলেছুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে ছাত্র-জনতার জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত অপরাধে বিস্ফোরক আইনের চারটি মামলার অভিযোগ রয়েছে। এছাড়া জমি দখল সংক্রান্ত অভিযোগও তার বিরুদ্ধে আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘাগড়া বাজারের সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখলের অভিযোগে সম্প্রতি সিহারা গ্রামের এক নারী আদালতে মামলা দায়ের করেন। আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিলে তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া যায়।
এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন হেলিম মেম্বার হত্যা মামলার পলাতক আসামি আক্তার মেম্বার এবং ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি দ্বীন ইসলামসহ একাধিক মামলার আসামি। সভার ভিডিও আয়োজক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মন্তব্য করেছেন, ‘রাবণের মুখে রাম রাম’ প্রবাদটি এই ঘটনার সঙ্গে মানানসই।
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীর বলেন, “এই সমাবেশটি দলের কর্মসূচি ছিল না, এটি নাজমুল ভূঁইয়ার ব্যক্তিগত আয়োজন। তবে চিহ্নিত অপরাধীদের নিয়ে সমাবেশ করা দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ। এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।”