মাগুরা সদর উপজেলার আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত।
মাগুরা সদর উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা কমিটির সভা বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান।
আইন শৃংখলা কমিটির সভার পরে উপজেলা জঙ্গী তৎপরতা সংক্রান্ত কমিটি,উপজেলা জন্ম নিবন্ধন, যৌতুক নিরোধ,হাট বাজার ব্যবস্থাপনা, নিত্য প্রযোজনীয় দ্রব্য যৌতিক পর্যায়ে রাখা এবং নারী ও শিশু নিয়ের্যাতন প্রতিরোধ কমিটির সভা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভা সমুহে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জহুরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহজাহান সিরাজ,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোজাম্মেল হোক, উপজেলা প্রকৌশলী আব্দুললাহ আল কবীর বক্তব্য রাখেন।
সভায় মাগুরা সদর উপজেলার আইন শৃংখলা পরিস্থতি বিস্তারিত পর্যালোচনা করা হয়। বক্তারা বিচ্ছিন্ন কিছু ঘটনা, ও গ্রাম্য সংঘর্ষের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে দেশে পতিত সরকারের পরিকল্পনায় নৈরাজ্য সৃষ্টির পায় তাড়া হচ্ছে সে ব্যাপারে আইন শৃংখলা রক্ষাকারী সংস্থা ও জনগনকে সজাগ থাকার প্রতি সভায় গুরুত্ব আরোপ করা হয়। পরবর্তীতে অন্য সভা অনুষ্ঠিন।