মহাসড়কে চাঁদাবাজি করলে পুলিশ সদস্যরাও রেহাই পাবে না: পুলিশ সুপার
মহাসড়কে চাঁদাবাজির ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাকেও গ্রেফতার করে হাতকড়া পরানো হবে—এমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।
সম্প্রতি হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ কল্যাণ সভায় তিনি এ কথা বলেন। সভায় বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার নিজেই।
সভায় সদস্যদের উত্থাপিত সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার এবং প্রয়োজনীয় সমাধানের আশ্বাস দেন।
সমাপনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, “আপনাদের সহযোগিতায় আমরা একটি সুশৃঙ্খল ও নিরাপদ মহাসড়ক গড়ে তুলতে কাজ করছি। মহাসড়কে এমন কোনো কাজ করা যাবে না যা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।”
তিনি আরও বলেন, “যদি কোনো সদস্য অপেশাদার আচরণে জড়ায় বা চাঁদাবাজিতে সম্পৃক্ত থাকে, তাহলে তাকে ফৌজদারি মামলায় গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। কেউই ছাড় পাবে না।”
তিনি সকল সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বলেন, বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখতে সবাইকে আন্তরিক হতে হবে।