মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নান যাত্রা: দিনাজপুরে ধর্মীয় উৎসবের ঐতিহ্যবাহী আয়োজন
রিপোর্ট: রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ, দিনাজপুর থেকে
শ্রাবণ মাসের শেষ সোমবার দিনাজপুরে উদযাপিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান — মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নান যাত্রা। শিব লিঙ্গের পবিত্র স্নানকে কেন্দ্র করে আয়োজনটি হয়ে ওঠে এক মহামিলন মেলা।
উৎসবের কেন্দ্রস্থল ছিল দিনাজপুর শহরের আনন্দ সাগর এলাকার ঐতিহ্যবাহী শিব মন্দির। আগের দিন, ভক্তরা দীর্ঘ প্রায় ৪০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছান বীরগঞ্জ উপজেলার মহুগাঁও মহাশ্মশানে অবস্থিত পুনর্ভবা নদীর তীরে। সেখান থেকে তারা সংগ্রহ করেন পবিত্র জল, যা দিয়ে পরদিন শিব লিঙ্গে মহাস্নান সম্পন্ন করা হয়।
মন্দির প্রাঙ্গণ ও তার আশপাশ “বোম বোম भोলে” ধ্বনিতে মুখর হয়ে ওঠে। দিনাজপুর ছাড়াও আশপাশের জেলা ও বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত উৎসবে অংশগ্রহণ করেন। ধর্মীয় আবেগ, ঐতিহ্য, আনুষ্ঠানিকতা ও সম্প্রীতির এক অনন্য প্রকাশ ঘটে এই আয়োজনে।
শ্রাবণ মাসের শেষ সোমবারে অনুষ্ঠিত এই মহাস্নান যাত্রা দিনাজপুরের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে — যা ধারাবাহিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে হিন্দু সমাজের বিশ্বাস ও ভক্তির স্মারক হয়ে।