ময়মনসিংহ মিনি চিড়িয়াখানায় ভাল্লুকের শরীরে পচন, বন্ধ হল অবৈধভাবে চলা এই মিনি চিড়িয়াখানা।
১২ বছর ধরে অবৈধভাবে চলছিল এই চিড়িয়াখানা। অবশেষে মঙ্গলবার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সেখানে অভিযান চালিয়ে চিড়িয়াখানাটি সিলগালা করেছে। জ ব্দ করেছে ৪৮টি বন্যপ্রাণী।
দেখা গেছে খাঁচার ভেতর দুটি ভাল্লুক রয়েছে। তারমধ্যে একটির পায়ে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং প্রাণীটির পায়ের অংশবিশেষ বিচ্ছিন্নও হয়ে গেছে। এই বেহাল দশা হয়েছে ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যানের মিনি চিড়িয়াখানায়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা বলেন, নিয়মবহির্ভূতভাবে ৪৮টি দেশীয় প্রাণী ছিল চিড়িয়াখানাটিতে। অথচ পশুপাখির জন্য এর পরিবেশ খুবই অস্বাস্থ্যকর। জব্দ পাখির মধ্যে ২৭টি আমরা নিয়ে যাচ্ছি। বাকিগুলো চিকিৎসার জন্য এখানেই থাকবে। এখন থেকে আর চিড়িয়াখানাটিতে দর্শনার্থী প্রবেশ করতে পারবে না। চিড়িয়াখানাটির কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত দুর্বল হওয়ায় শরীরে পচন ধরা ভালুকটিকে এই মুহূর্তে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানান বন্য প্রাণী ও জীববৈচিত্র্য কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস।