মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ এর সার্বিক তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), ময়মনসিংহ এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন রায়েরগঞ্জ বাজার সাকিনস্থ জনৈকা পুলিশী খাতুন এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ১৭ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ ০১.৪০ ঘটিকায় ০১টি চোরাই লেগুনা গাড়ীসহ চোর চক্রের সদস্য ১। মোঃ শাকিল মিয়া (২৫), পিতা-মোঃ আবু বক্কর, মাতা-মোছাঃ নাজমা বেগম, সাং-বড়কান্দী নাগিবপাড়া, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর, বর্তমানা সাং-আমবাগিচা (আব্দুল হাই, পিতা-মৃত রহিম সরদার এর বাসার ভাড়াটিয়া), থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ২। মোঃ সালাউদ্দিন (৪২), পিতা-মোঃ শাহজাহান বেপারী, মাতা-মোছাঃ রিজিয়া বেগম, সাং-বড় দুলালী, থানা-গৌরনদী, জেলা-বরিশাল, বর্তমান সাং-বন্ডাবপাড়া (হাসান এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ৩। মোঃ রাসেল মিয়া (৩০), পিতা-মোঃ ইনছান আলী, মাতা-মোছাঃ তাসলিমা, সাং-খামার সিংজানী, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং- বন্ডাবপাড়া (হাসান এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ চোরাই গাড়ী চোর চক্রের সহিত জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ০১টি লেগুনা গাড়ী উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৩ জন চোরের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।