শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
দৈনিক সুনামগঞ্জের খবরের চতুর্দশ বর্ষপূর্তির আড্ডায় স্মৃতিচারণ ছাতকে থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা গ্রেফতার  মাগুরা সদর উপজেলার আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরার বিডি ক্লিন একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অভিযাত্রা সংগঠন মানিকছড়িতে সেনা অভিযানে মদ ও ইয়াবা উদ্ধার; আটক-১ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারেটি গ্রুপের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান ভৈরব মাতালেন অপুলেন্ট ইন্টারন্যাশলএর ঔধধ খেয়ে রোগ ভালো হয় ক্রয়কৃত টাকা ফেরত পাওয়া যায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনার পাড়া এলাকায় গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা ৩১ দফা বাস্তবায়নের ধর্মপাশায় বিশাল জন সভা

ময়মনসিংহে পাটজাত পণ্য মেলায় কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা

মাহমুদুল্লাহ রিয়াদ
  • আপডেটের সময়: রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৮৭ সময় দেখুন
ময়মনসিংহে পাটজাত পণ্য মেলায় কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা
ময়মনসিংহে পাটজাত পণ্য মেলায় কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা

ময়মনসিংহের নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চের পাটজাত পণ্য মেলা। মেলায় উদ্যোক্তাদের স্টলে নানা বয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এসময় তরুণীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিটি স্টলে ছিল তাদের আনাগোনা। তরুণীদের তাদের পছন্দমতো পণ্য কিনতে দেখা যায়।

ময়মনসিংহের জেলা প্রশাসন ও পাট অধিদফতর আয়োজিত পাঁচ দিনব্যাপী পাটজাত পণ্য মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ৩৭ জন উদ্যোক্তা স্টল নিয়ে বসেছেন। স্টলগুলোতে রয়েছে পাটের তৈরি ফ্লোরম্যাট, টেবিলম্যাট, হাতব্যাগ, লেডিস ব্যাগ, সাইডব্যাগ, প্যান ফোল্ডার, শপিংব্যাগ, বাজারের ব্যাগসহ হরেক রকমের পণ্য। দর্শনার্থীরা পছন্দমতো স্টলগুলো থেকে পণ্য কিনে নিয়ে যাচ্ছেন। হাতের কাছে এমন হরেক রকমের পাটজাত পণ্য পেয়ে খুশি তারা।

ঘুরতে আসা রাজা মনি বলেন, ‘মেলায় স্টলগুলো পাটজাত প্রত্যেকটি পণ্য আমাদের সাংসারিক জীবনে কাজে লাগবে। পণ্যের দাম অনেকটাই নাগালের মধ্যে। মেলায় একসঙ্গে অনেক ধরনের পণ্য পাওয়া যায়।

তিনি আরও বলেন, দেশে পলিথিনের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। দেশকে পরিবেশ নষ্ট করার হাত থেকে বাঁচাতে হলে পলিথিনমুক্ত করতে হবে। এজন্য পাটজাত পণ্য বেশি বেশি ব্যবহার বাড়াতে হবে।

গৃহবধূ শাহানারা আক্তার মেলায় দুই কন্যাকে নিয়ে এসেছি। তিনি বলেন, মেলা খুব জমে উঠেছে। এখানে পছন্দের পণ্য খুঁজে নেওয়া যায়। মোটামুটি কম দামের মধ্যেই কেনা যাচ্ছে। এরকম মেলা বেশি বেশি আয়োজন করা প্রয়োজন।

উদ্যোক্তা শিউলি বিশ্বাস জানান, বৃহস্পতিবার বিকালে মেলা উদ্বোধন হয়েছে। উদ্বোধনের পর থেকেই মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। স্টলগুলোতে বেচাকেনা বেশ ভালো। দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্যোক্তারা এসে স্টল নিয়েছেন। মেলায় পাটজাত পণ্যের প্রায় শতাধিক আইটেমের পণ্য রয়েছে। সীমিত লাভে আমরা পণ্য ভোক্তাদের হাতে তুলে দিচ্ছি। কম দামে পণ্য কিনতে পেরে ভোক্তারাও খুশি।

আয়োজক ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, পরিবেশের বিপর্যয় এড়াতে পাটজাত পণ্য ব্যবহারে আগ্রহী করতেই এই মেলার আয়োজন। মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিলছে। বৃহস্পতিবার (৯ মে) শুরু হওয়া পাটজাত পণ্য মেলা চলবে আগামী ১৪ মে পর্যন্ত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD