পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ও ডিবি অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এসআই নজরুল ইসলাম ও তার টিম।
৪ জুলাই দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজির শিমলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দুই মাদক ব্যবসায়ীকে।
গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ রাজু (২৮)
২। মোছাঃ লাকী (২২)
তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট।
আসামিদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলমান।