ময়মনসিংহে ওএমএস ডিলার নিয়োগে লটারি স্থগিত
পক্ষপাতের অভিযোগে উত্তেজনা, অনুষ্ঠান বয়কট করল বিএনপি
ময়মনসিংহ মহানগরীতে ওএমএস (খোলাবাজারে চাল বিক্রি) ডিলার নিয়োগের জন্য আয়োজিত লটারি কার্যক্রম হঠাৎ করেই স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে শহরের কেন্দ্রীয় “এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম”-এ অনুষ্ঠিতব্য এই লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, ডিলার পদপ্রার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিএনপি নেতৃবৃন্দ ও বিরোধী পক্ষের প্রার্থীরা অভিযোগ তোলেন, এই নিয়োগ প্রক্রিয়ায় শুরু থেকেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নামকে অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরি করা হয়েছে। তারা অভিযোগ করেন, “আসল দরিদ্র ও নিরপেক্ষ প্রার্থীদের বাদ দিয়ে দলীয় সুবিধাভোগীদের নিয়োগ দেয়ার পাঁয়তারা চলছে।”
এ অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও তাদের সমর্থিত প্রার্থীরা অনুষ্ঠান বয়কট করে হল ত্যাগ করেন। মুহূর্তেই অডিটোরিয়ামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক পদক্ষেপ নেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। তিনি ঘোষণা দেন, লটারি কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি বলেন—
> “ওএমএস ডিলার নিয়োগ একটি অত্যন্ত স্পর্শকাতর ও জনকল্যাণমূলক প্রক্রিয়া। এখানে পক্ষপাতের অভিযোগ থাকলে তা গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হবে। স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতেই আপাতত লটারি স্থগিত রাখা হলো।”
তিনি আরও জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করে যাচাই-বাছাই শেষে পুনরায় নিরপেক্ষভাবে লটারি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ওএমএস ডিলার হিসেবে নিযুক্তরা সরকার নির্ধারিত মূল্যে চাল ও আটা সাধারণ মানুষের মধ্যে বিক্রি করে থাকেন। এটি দেশের দরিদ্র ও সীমিত আয়ের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কার্যক্রম হিসেবে বিবেচিত।
জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় তদন্ত ও পর্যালোচনার মাধ্যমে শিগগিরই নতুন তারিখে লটারি আয়োজনের ঘোষণা দেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি পরবর্তীতে প্রকাশ করা হবে।
এদিকে, ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, মঞ্চে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাদের মাঝে উদ্বেগ এবং উপস্থিত দর্শকদের মুখেও অসন্তোষের ছাপ স্পষ্ট।