ময়মনসিংহের শম্ভুগঞ্জ পোস্ট অফিসে জানলার গ্রিল ভেঙে টাকা এবং সরকারি পেট সিল চুরির অভিযোগ
গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
ময়মনসিংহের শম্ভুগঞ্জ পোস্ট অফিসে ( ২২০৩) গতরাতে অফিসের পিছনের জানালা গ্রিল ভেঙে ভিতরে ঢুকে সরকারি সিল প্যাড , প্রয়োজনীয় কাগজপত্র এবং টেবিলের ড্রয়ারের তালা ভেঙে প্রায় ১৫ হাজার টাকার চুরির অভিযোগ উঠেছে। জানা যায় আজ সকালে ৯:০০ টায় সময় পোস্ট মাস্টার শামসুল আলম যখন তালা খুলে অফিসে ঢোকেন তখন দেখেন জালনা খোলা এবং জানালার গ্রিল নেই । অফিসের কাগজপত্র সব এলোমেলো ছিল।
অফিসের ভিতরে টেবিলের ড্রয়ার সেগুলো খোলা পাওয়া যায়। তখন ময়মনসিংহ পোস্ট অফিস এর বিভাগীয় সুপার রিপন রায়কে জানানোর পর তৎক্ষণাৎ জিডি করার পরামর্শ দেন, এবং পোস্ট অফিস পরিদর্শককে জানানো কথা বলেছেন। এই বিষয়ে শম্ভুগঞ্জ পোস্টমাস্টার সাক্ষাৎকার নিতে চাইলে নবজাগরণ টিভি সাংবাদিককে তিনি বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমি সাক্ষাৎকার দিতে পারবো না। ময়মনসিংহের শম্ভুগঞ্জ পোস্ট অফিস (২২০৩) একটি গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকায়।
এখানে পল্লী বিদ্যুৎ সদর দপ্তর অফিস, পিডিবি, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, এনজিও, ক্লিনিক, তিতাস গ্যাস অফিস, এবং চারটি জেলার সংযোগস্থলে এই পোস্ট অফিসের অবস্থান । যা একটি উপজেলা অফিসের চেয়েও বেশি কাজ থাকে। কিন্তু এই পোস্ট অফিসটি দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ অবস্থায় আছে । বর্ষার সময় বৃষ্টির পানিতে তলিয়ে যাই অফিস। এই পোস্ট অফিস অফিসে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার চলমান আছে। এবং সরকারের রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
কিন্তু এই পোস্ট অফিস টি কোন উন্নয়ন হচ্ছে না। এলাকাবাসী পোস্ট অফিস জরাজীর্ণ অবস্থায় থেকে মুক্তি পেতে চাই। তাই এলাকাবাসী ঊর্ধ্বত কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছেন।