ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযান: এক যুবকের কারাদণ্ড ও জরিমানা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাসেল মিয়া (২৩) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, রাসেল মিয়া কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের হযরত আলীর ছেলে। তিনি সোনাহাট স্থলবন্দরে পাথর ব্যবসার সঙ্গে জড়িত।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্রের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের একটি দল আন্ধারিঝাড় ইউনিয়নের নীল মাহমুদের কুটির এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক সেবনের সময় রাসেল মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ও ৩৬(৫) ধারা অনুসারে তাকে শাস্তি প্রদান করা হয়।
অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র বলেন, “বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”