ভূরুঙ্গামারীতে জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘জুলাই অভ্যুত্থান’ স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংকের সামনের সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলার সহকারী সেক্রেটারি এইচ. এম. নুরুন্নবী হুসাইন। বক্তব্য দেন উপজেলা সভাপতি মুফতি ওমর ফারুক ফারুকী, সহ-সভাপতি জুলহাস উদ্দিন, সেক্রেটারি মুফতি এস. এম. মনিরুজ্জামান, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোসলেম উদ্দিন আনছারি এবং মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা হারুন অর রশিদ।
বক্তারা বলেন, “গত বছরের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তারা দেশের গর্ব। তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। আমরা এখনো প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারিনি। জনগণের অধিকার নিশ্চিত করতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ইসলামী শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।”
তারা আরও বলেন, দেশে নির্বাচনী ব্যবস্থায় সংস্কার এনে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করতে হবে, যাতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয়।
সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
গণমিছিল ও সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন এবং মুজাহিদ কমিটি ভূরুঙ্গামারী উপজেলা শাখার নেতাকর্মীসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।