বীরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সম্ভাব্য প্রার্থী
ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
রোববার (৭ আগস্ট ২০২৫) দুপুরে বীরগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এই সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী পরিকল্পনা, স্থানীয় উন্নয়ন ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা করেন।
কৃষক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য,উপজেলা বিএনপি’র সভাপতি মনজুরুল ইসলাম দলের দুর্দিনে বিএনপির হাল ধরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডসহ অসহায় মানুষের পাশে ছিলেন তিনি।
সভায় তিনি বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমি দিনাজপুর-১ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণমানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি। ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের ডেলাইনকে সামনে রেখে নির্বাচনীয় প্রচার-প্রচারণা চালানোর হচ্ছে।
আরও বলেন, ‘এই এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে বীরগঞ্জ ও কাহারোলে সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিশেষ নজর দেওয়া হবে।’
সভায় বীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: শাহিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন, সহ-সভাপতি নাজমুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক রেজা মো: তৌফিক, রনজিৎ সরকার রাজ, বিকাশ ঘোষ, ফেরদৌস ওয়াহিদ সবুজসহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মনজুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল,উপজেলা যুবদলে সিনিয়র যুগ্ন আহ্বায়ক,আব্দুল জব্বার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন প্রমুখ।